চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন যাত্রা:-চট্টগ্রাম হাজারী গলি থেকে রাত্রি 12 থেকে 1 টা পর্যন্ত সৌদিয়ার মোট 3 টি বাস ছাড়ে সেখান থেকে টেকনাভ পর্যন্ত যেতে হবে ,টেকনাভ থেকে সকাল 9 টাই জাহাজ ছাড়ে সেন্টমার্টিন এর উদ্দেশ্য টেকনাভ থেকে জাহাজে করে সাড়ে 3 ঘন্টা যাবার পর সেন্টমার্টিন দ্বীপ টি পাওয়া যাবে এই সাড়ে 3 ঘন্টা জাহাজ এ বসে অনেক কিছু দর্শন করা যাবে ,সুবিশাল এক নদী সেই নদী গিয়ে মিশেছে সাগরে ,যাত্রা চলাকালীন দেখতে পাবেন প্রচুর বিদেশি পাখি এছাড়া দেখতে পাবেন সমুদ্রে মাছ শিকার করছে জেলেরা চারিদিকে সমুদ্রের নীল জল ,যখন সেন্টমার্টিন দ্বীপ এ পৌঁছবেন সে এক অপরূপ সুন্দর্য ছোট ছোট স্পিড বোর্ড , জেলেদের মাছের নৌকা আর এক সুন্দর বিচ ,সব মিলিয়ে অসাধারণ পরিবেশ,পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে ছুটি কাটানোর এক মনোরম পরিবেশে,এই দ্বীপ এ সাইকেল ও মোটর সাইকেল ভাড়া পাওয়া যায় ,সেখান থেকে সাইকেল বা মোটর সাইকেল চেপে যেতে পারেন একটি সুন্দর দ্বীপ যেটি ছেঁড়া দ্বীপ নামে পরিচিত এটি বাংলাদেশের শেষ সীমান্ত । সাইকেল চেপে পুরো সেন্টমার্টিন দ্বীপ টি ভ্ররম করে নিতে পারেন এই দ্বীপ টি,সেন্টমার্টিন দ্বীপ টি আয়তনে দৈর্ঘ্য...
পশ্চিম বঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি ঘরামী পাড়া গোপাল মন্দিরে পরিচালনায় 6 দিন ব্যাপি পৌষ মায়ের পৌষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মাননীয় কল্যাণ চৌবে তিনি প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ সূচনা করেন , এছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মাননীয় অসিত কুমার মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় জগন্নাথ সরকার এছাড়া আরও ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাননীয় আশুতোষ পাল এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাননীয় সুদেব সরকার এছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে এর প্রাক্তন কাউন্সিলর মাননীয়া নুপুর সাহা , তিনি মেলার উদ্বোধনী সংগীত করেন ,উপস্থিত সকল অতিথিদের পুষ্যস্তবক ও শ্যাম প্রসাদ মুখ্যাজির মেমন্ট ও সকল অতিথি দের উত্তরীয় পড়িয়ে সন্মানিত করেন ঘূর্ণি ঘরামী পড়া গোপাল মন্দিরের সকল সদস্য বৃন্দ ৷
Comments
Post a Comment